একুশ আমাদের শিখিয়েছিল
মাথা নত না করতে,
আমরা এখন শিখছি শুধু
কিভাবে হয় চাটতে!
পাকিদের সেই নষ্ট বীজ
এখনো আছে বাংলায়,
মনিব হয়ে বসে আছেন
আমরা থাকি ঝংলায়!
কিসের পেশা!
সবকিছু আজ ভূস্বামীদের দখলে
কাজের কোনো মূল্য নাই
খাচ্ছে কুড়ে দালালে।
মূর্খরা আজ সমাজপতি
অর্থবিত্তের অভাব নাই,
শিক্ষিত কেন চাটে পা
তার কোন জবাব নাই!
কিসের আমলা, কে কামলা
সবাই আছে প্রভুত্বে,
মেরুদণ্ডহীন জাতির বিবেক
নেই আর কোনো বীরত্বে।
Design & Developed BY- KhanITHost.com
Leave a Reply