December 2, 2023, 7:50 am

গজারিয়া ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক মোস্তাক আহমেদ  |

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া  ইউনিয়ন আওয়ামী যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৭ মার্চ বিকাল ৫ টায় গজারিয়া বাজারে শহীদ মিয়ার মার্কেটে নতুন কার্যালয় উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি,  ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক মিয়ার সভাপতিত্বে গজারিয়া ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌরসভার জননন্দিত মেয়র আল মুজাহিদ হোসেন(তুষার)  অন্যান্যদের মধ্যেউ পস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোঃ কারী উল্লাহ সরকার, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী ,।

গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন,পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আরিফ, অনুষ্ঠানটি পরিচালনা করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয় উদ্বোধন কালে ইউনিয়নের সকল আওয়ামীলী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published.