মোঃ আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।
গাজীপুরে চলতি শীত মৌসুমে জেঁকে বসেছে শীত, জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে কমে শৈতপ্রবাহ বিরাজ করছে জেলাটিতে। শীতে সব থেকে কষ্ট ভোগ করছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেশ কিছু সুবিধাবঞ্চিত পরিবার। এসব সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের বাসিন্দাদের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে টিএম টেক্সটাইল এন্ড গার্মেন্টস লিমিটেড।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করে টিএম টেক্সটাইল এন্ড গার্মেন্টস লিমিটেড।
শীতের পোশাক হিসেবে বিভিন্ন সাইজের শীতের গেঞ্জি বিতরণ করা হয়। সুবিধাভোগী ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
শীতবস্ত্র বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন, গাজীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট সুজন মাহমুদ, গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা শবদুল হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজাহান সাজু, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ সহ আওয়ামী সংগঠনের নেতা-কর্মীরা।
শীতের পোশাক বিতরণের সময়, টিএম টেক্সটাইল এন্ড গার্মেন্টস লিমিটেড এর এডমিন ম্যানেজার মোঃ মামুন মিয়া, ফরহাদ মিয়া সহ কর্মরত অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।