স্টাফ রিপোর্টার/নরসিংদীর সংবাদ-
৫ সেপ্টেম্বর ২০২০ নরসিংদী জেলার পলাশ উপজেলায় নির্মানাধীন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প (জিপিইউএফপি) পরিদর্শন করেন মান্যবর শিল্প সচিব এবং ঢাকা বিভাগের প্রাক্তন বিভাগীয় কমিশনার জনাব কে এম আলী আজম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক (বানিজ্যিক), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন জনাব মোঃ আমিন উল আহসান।
মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এবং সচিব মহোদয়সহ আগত অতিথিদের নরসিংদী জেলায় স্বাগত জানান।
এসময় সচিব মহোদয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুতগতিতে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।