দুঃখের গীতালি
মোঃ মহসিন সিকদার
দুঃখ আমার পোষা ময়না
যায় না আমায় ছাড়ি
সুখের দেখা না পাইলেও
দেখাই সুখী দুনিয়াদারি।
আমার সকাল দুপুর যায় গড়িয়ে
সুখের খোঁজে ছুটে
রাইতের বেলা ক্লান্ত হয়ে
বসি নদীর ঘাটে।
চাঁন্দের আলো নদীর জলে
মিশে যায় যখন
আমার মনে সুখের বাত্তি
জ্বলে উঠে তখন।
সুখের জন্য কতো জনা
সিন্দু পারি দিয়ে
যোজন যোজন দূরে গিয়
করে একখান বিয়ে।
আমার মনে সুখের সানাই
বাজে রাতে দিনে
তাইতো আমি কড়ি দিয়ে
দুঃখ আনি কিনে।
দুঃখের পরেই সুখ নাকি
আসে চিরন্তন
আশায় আশায় মনে মনে
করি, স্মৃতি রোমন্থন।
রূপকথার এক রাজ্য ছিলো
যেথায় আমার বাস
রাজা-রানি আর আমি
সুখী বারোমাস।
ঘুমঘুম চোখে আমি
দেখতাম একটা দৈত্য
যা প্রয়োজন সব আয়োজন
করতো বেটা সত্য।
এই সুখেতে পুড়লো কপাল
নিভলো না আর জলে
দুঃখ দিয়ে শিল্প বানাই
কবিতা লিখার ছলে।
কবি মো: মহসিন সিকদার
রচনাকাল ১০/০৪/২০২১ ইংরেজি