স্টাফ রিপোর্টার/
নরসিংদীর স্বনামধন্য চাঁহাদ ট্রেনিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহামুদ নাদিম এর শুভ জন্মদিন পালিত হয়েছে।
আজ রবিবার রাত ৯ ঘঠিকায় শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্প নগরী এলাকায় চাঁহাদ ট্রেনিং কর্পোরেশনের শাখা অফিস কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় ।
চাঁহাদ ট্রেনিং কর্পোরেশন শাখা অফিস কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে স্থানীয়, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।
পুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মোল্লার উদ্যোগে বিশেষ আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মিয়া মোহাম্মদ বেনুজির , মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, ভূমি অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, জয় পরিষদের জুবায়ের হায়দার রকিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষ্যে ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতা কর্মীদের মাঝে কেক কেটে মিস্টি বিতরণ করা হয়। এই দিনে শিবপুর উপজেলার সাধাচরগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন হাসান মাহামুদ নাদিম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।