নিজস্ব প্রতিনিধি – নরসিংদীর সংবাদ/
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কর্তৃক চিহ্নিত মাদক ব্যবসায়ী খাইরুল বাশার ওরফে রোমান কে ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ ডিবি পুলিশের উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিকাল ৩:০৫ ঘটিকায় পলাশ থানাধীন ভাগদী এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ খায়রুল বাশার ওরফে রুমান (৩০), পিতা- মহিবুল হোসেন, সাং- পূর্ব হাজীপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা।
পুলিশ সূত্রে জানা যায় উক্ত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।