June 2, 2023, 5:51 am

নরসিংদীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মোস্তাক আহমেদ নরসিংদী –

আজ রবিবার ১৫ই জানুয়ারি নরসিংদী মডেল থানার অফিসার্স ইনচার্জ আবুল কাশেম ভূইয়ার দিক নির্দেশনায়। নরসিংদী মডেল থানার   এসআই(নিরস্ত্র)/অভিজিৎ চৌধুরী সঙ্গীয় এসআই(নিরস্ত্র)/আদনান রহমান, এএসআই(নিরস্ত্র)/দীপক কুমার সরকার, এএসআই((নিরস্ত্র)/মাসুদ রানার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ঢাকা সিলেট মহাসড় ভেলানগর জেলখানার মোড় সাকিনস্থ   ফুট ওভার ব্রিজের নিচে পাঁকা রাস্তা থেকে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ  ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল নিবির ওরফে নাফিউল আহমেদ(২৪), পিতা-শাহিন মিয়া ,স্থায়ী: গ্রাম- ভৈরব (পুর উত্তরপাড়া মনমরা ব্রীজ সংলগ্ন মুলুক চান মিয়ার বাড়ি) , উপজেলা/থানা- ভৈরব, জেলা -কিশোরগঞ্জ। এবং নিলয়(১৯), পিতা-নজরুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- ভৈরব (চকবাজার আলতাফ মিয়ার বিল্ডিং) , উপজেলা/থানা- ভৈরব, জেলা –কিশোরগঞ্জ । গ্রেফতার কৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনের নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামীদের কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.