নিজস্ব প্রতিবেদক/নরসিংদীর সংবাদ-
রবিবার ২৪ জানুয়ারি ২০২১:
নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামের নবনির্মিত তোরণের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঞা এঁর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রয়াত মোসলেহ উদ্দিন ভূঞাকে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনের প্রবাদপুরুষ উল্লেখ করে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তাঁর বক্তব্যে জেলা পরিষদ কর্তৃক নির্মিত এই তোরণকে একটি অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং এ ধরনের সকল শুভ উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।