সুমন পালঃ মাধবদী নরসিংদী প্রতিনিধি/
নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও শেখ হাসিনার উপর ২১আগষ্ট হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগষ্ট সোমবার বিকাল ৩ টায় কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন মহিলালীগের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: বীনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আজিজ, কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোবারক আলী মাষ্টার, যুবলীগের আহবায়ক মো জসিম উদ্দিন ভুইঁয়া, ছাত্রলীগ আক্তার খান, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন ভুইঁয়া, শ্রমিক লীগের সভাপতি মো জাহাঙ্গীর আলম ভুইঁয়া প্রমুখ।
নরসিংদীর কাঁঠালিয়ায় ১৫ ও ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত।
