শিবপুর(নরসিংদী) প্রতিনিধি :
৯মার্চ সোমবার নরসিংদীর শিবপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান উদ্বোধন হয়েছে।
বর্তমান সরকার জাতিকে দক্ষ ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগ গ্রহন করেন। এরই আলোকে সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে এ মেলা করা হয়।
উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির। ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি রাবেয়া, শিবপুর উপজেলা সহকারি কমিশনার ভুমি মুনমুন জাহান লিজা,শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান ভুলু মাস্টার, সৈয়দ সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমূখ