শেখ মানিক :
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এর আয়োজনে ও শিবপুর উপজেলা শাখার উদ্যোগে ৭৪৭ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ রবিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জলসা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।
নরসিংদীর শিবপুরে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স মহাতাবু জলসা অনুষ্ঠিত
