স্বপন খান/ নরসিংদীর সংবাদ-
নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। শিবপুরের কর্মস্থলে ইউএনও হিসেবে সুনামের সাথে এক বছর পূর্তি করেছেন কাবিরুল। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও’র কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া প্রমুখ।উল্লেখ্য বৃহস্পতিবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত কাবিরুল ইসলাম খান
