শিবপুর প্রতিনিধি /নরসিংদীর সংবাদ-
ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি, নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, নরসিংদী ওমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্বপ্ন দ্রষ্টা রমিজ উদ্দিন ফকিরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) মরহুমের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের দুলালপুর মোড়স্থ বাড়িতে প্রায় ১ হাজার মানুষের গণভোজের আয়োজন করেন এবং এতিমদখানায় মিলাদ শেষে কবর জিয়ারত করা হয়।
উক্ত গণভোজে উপস্থিত ছিলেন স্থানীয় দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, শিবপুর মডেল থানার এসআই কামাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ,র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ,মরহুমের ছেলে সাংবাদিক আবু নাঈম রিপন, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক আলম খান,ও মোমেন খান, সাংবাদিক তৌহিদুল ইসলাম, ডালিম খান, সাংবাদিক স্বপন , সাংবাদিক আরিফুল ইসলাম, রাসেল, মাসুমসহ অন্যান্য সাংবাদিকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।