নিজস্ব প্রতিবেদক/ নরসিংদীর সংবাদ-
আজ বুধবার ১০ মার্চ ২০২১:
নরসিংদী ডায়াবেটিক সমিতির ২৯তম বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, নরসিংদী ডায়াবেটিক সমিতি সৈয়দা ফারহানা কাউনাইন। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় সংসদ সদস্য নরসিংদী ১ লেঃ কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক)
করোনাকালীন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রশংসনীয় ভূমিকা পালন করেছে উল্লেখ করে নরসিংদী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে মান্যবর সভাপতি তাঁর বক্তব্যে হাসপাতালটির সেবার পরিধি বৃদ্ধি ও মানোন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
সভায় নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদন সহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।