স্টাফ রিপোর্টার/নরসিংদীর সংবাদ-
শুক্রবার ২১ আগস্ট ২০২০:
নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে বিপাকে পড়েছে কয়েক হাজার পরিবার। সুগন্ধা নদীর পনি ক্রমাগত বৃদ্ধির ফলে নদী তীরের ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি। পানি বৃদ্ধির পাশাপাশি থেমে থেমে বৃষ্টির ফলে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই নলছিটি পৌর শহরের অধিকাংশ এলাকায় ঢুকেছে পানি। সুগন্ধা তীরের হাজারো পরিবার নদী ভাঙনের পাশাপাশি ঘরবাড়িতে পানি ঢুকে পড়ার ফলে অসহায় হয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে কৃষি জমি,ফসলের ক্ষেত, মাছের ঘের ও পানের বরজ চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। উপজেলার কুলকাঠী,দপদপিয়া, মগড়, ভৈরবপাশা,কুশঙ্গল,সুবিদপুর,নাচনমহল,রানাপাশা,মোল্লারহাট,সিদ্ধকাঠী এবং পৌরসভার অধিকাংশ এলাকায় জোয়ারের পানি শিক্ষা প্রতিষ্ঠান,বাড়ির উঠান ও বসতঘরে ঢুকে পড়েছে বলে জানা গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে মাছের ঘেরের মালিক,পান চাষি ও কৃষকরা। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
পানিতে তলিয়ে গেছে নলছিটির বিস্তীর্ণ এলাকা
