May 27, 2023, 3:09 am

প্রথম বারের মতো “অন্তরেতে এতো জ্বালা” নিয়ে আসছে মিম সরকার

বিনোদন ডেস্ক:

জীবনের প্রথম মৌলিক গান “অন্তরেতে এতো জ্বালা” নিয়ে আসছে মিম সরকার। জহুরুল ইসলাম জনির কথা ও সুরে নতুন এই গানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

টাঙ্গাইল জেলার মেয়ে মিম সরকার জানান, ছোট থেকেই গান করতাম। কিন্তু গান শিখার কোন প্রতিষ্ঠান ছিলনা। পরে জনি একাডেমীতে ভর্তি হই। এখান থেকে গানের তালিম শুরু করি। “অন্তরেতে এতো জ্বালা” এটা আমার জীবনের প্রথম মৌলিক গান। গানটি জনি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আশা করি সবার ভালো লাগবে।

জনি একাডেমী পরিচালক জহুরল ইসলাম জনি জানান, সুযোগ না পেলে তারা এগিয়ে যেতে তো পারবে না। তাই আমি মীম সরকারের কন্ঠে আমার লেখা ও সুর করা একটি গান রেকর্ডিং করতে যাচ্ছি। এটা তার প্রথম মৌলিক গান। আশা করি সবার ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published.