নিজস্ব সংবাদদাতা/নরসিংদীর সংবাদ-
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সকল অনিয়ম বন্ধ সহ বাউবি শিক্ষার্থীদের অটো পাশের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হোটেল রয়েল প্যালেস অডিটরিয়ামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ মন্ডল রানা 21 দফা দাবি তুলে ধরেন এবং সকল অনিয়ম দুর্নীতি অটো পাশের দাবি জানান
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ জাফর ইকবাল নান্টু নান্টু সাংগঠনিক সম্পাদক এইচ এম সোহাগ প্রমুখ। এছাড়াও বাউবির প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান কে h&m মিঠু, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোফাজ্জল হোসেন, বাউবির সহ-সভাপতি শেখ আব্দুস সালাম সুজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।