মোঃ ইমাম হোসেন রিপন/মনোহরদী-
নরসিংদীর মনোহরদীতে ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়। বুধবার মনোহরদী বাসষ্ট্যান্ড এ মনোহরদী ডায়াবেটিক সমিতির একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু।
উদ্বোধনী অনুষ্ঠানে মনোহরদী উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার, এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবী, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ’র সভাপতি মো. আতিকুল ইসলাম মিলন, মনোহরদী পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা প্রমূখ।
এসময় হাসপাতালটির এমডি মো. সাইফুল ইসলাম বলেন, গ্রামীণ এ জনপদের মানুষকে প্রয়োজনের সময় দ্রুত গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানই আমাদের মূল উদ্দেশ্য। ডায়াবেটিক, চর্ম-যৌন, মেডিসিন সহ নানা রকমের বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে সঠিক স্বাস্থ্যসেবা দিতে আমরা বদ্ধপরিকর।