নিজস্ব প্রতিনিধি/নরসিংদীর সংবাদ-
নরসিংদীর শিবপুর উপজেলা ৩০ অক্টোবর শুক্রবার হাজার হাজার মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর কলেজগেইট ও নগরীর গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করে অংশগ্রহণকারী সর্বস্তরের জনতা। বিক্ষোভ মিছিলে ফ্রান্সকে বয়কট ও ফ্রান্স পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুখতার হোসাইন, মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী, মুফতী মারুফ রাশেদী, মাওলানা শরীফ, উপস্থিত ছিলেন, মাওলানা সাব্বির মোল্লা, মাওলানা বেলাল হোসাইন, মুফতি অলিউল্লাহ, মাস্টার ইমাম, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ইউসুফ সন্দ্বীপী, এডভোকেট মনিরুজ্জামান সহ অসংখ্য ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা এ সময় উপস্থিত ছিলেন।