্
শিবপুর প্রতিনিধি/নরসিংদীর সংবাদ-
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের খৈনকুট উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত-৮:০০ ঘটিকায় খৈনকুট উত্তর পাড়ার ব্যাডমিন্টন টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- শহীদ জয়নাল আবেদীন সরকারের সুযোগ্য উত্তরসুরী ও বাঘাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, মোঃ জাহিদ সরকার। আহবায়ক, শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
আরো বক্তব্য রাখেন- মোঃ কুদ্দুস আলী। সদস্য ৬নং ওয়ার্ড বাঘাব ইউনিয়ন পরিষদ।
খোকন সরকার। উপ-প্রচার সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ।
মোঃ জাকির হোসেন। আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা বাঘাব ইউনিয়ন ও বিশিষ্ট ব্যবসায়ী।
মোঃ সাইফুল ইসলাম। সভাপতি, যুব উন্নয়ন ক্লাব খৈনকুট।
মোঃ রাসেল আহমেদ। ছাত্রলীগ নেতা বাঘাব ইউনিয়ন।
উপস্থিত ছিলেন- মোঃ বাতেন ভূঁইয়া। সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি, বাঘাব ইউনিয়ন শাখা।
ডাঃ মোঃ সেলিম প্রধান। পল্লী চিকিৎসক ও বিশিষ্ট ব্যবসায়ী। এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো জনতা ।
উক্ত ব্যাডমিন্টন খেলাটির আয়োজনে ছিলেন খৈনকুট উত্তরপাড়া যুব সমাজ।