সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
গত ৭অক্টোবর বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৭নং ওয়ার্ডের মনোহরপুর গ্রামের সিমা সাইজিং এর পিছনে রুনা টেক্সটাইল মিলে আগুন লেগে মেশিন ও তৈরী কাপড় সহ প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়।
সংবাদ পেয়ে ৯ অক্টোবর মাধবদী পৌর সভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক আগুনে পুড়া মিল দুটি পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত মিল মালিকদের আল্লাহর উপর ভরসা রেখে পুনরায় মিল চালু করার জন্য বলেন এবং মিলের ভিতরে থাকা পুড়ে যাওয়া অটো মালিককে একটি নতুন অটো ক্রয় করে দেওয়ার আশ্বাস দেন। সেই কথামত আজ ৩০ অক্টোবর মাধবদী পৌর পরিষদের সামনে অটোরিকশা মালিক হাসানের হাতে নতুন অটোরিকশার চাবি তুলে দেন মাধবদী পৌর সভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।