নিজস্ব প্রতিবেদক/নুরুজ্জামান পিটু
শনিবার ৬ জুন ২০২০:
নরসিংদীর সদর উপজেলার শক্তি ফাউন্ডেশন ০৩২২ নং ব্রাহ্মন্দী শাখার উদ্যোগে ১৫০ জন সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
আজ শনিবার ৬ জুন সামাজিক দূরত্ব বজায় রেখে শক্তি ফাউন্ডেশন নরসিংদী সদর ব্রাহ্মন্দী ০৩২২ নং শাখার উদ্যোগে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মহামারী করোনা ভাইরাস এর বিস্তার এর কারণে ।
কর্মমুখী হতদরিদ্র সদস্যদের মাঝে শক্তি ফাউন্ডেশনের স্লোগানে সবার আগে সদস্য এটাই শক্তির আদর্শ, সেই লক্ষ্যে শক্তি ফাউন্ডেশন সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল, ডাল ,আলু ,তৈল ,লবন, সাবান ও মাক্স মাক্স বিতরণ করেন।
এ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন।
মোঃ রইছ আল রেজুয়ান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী ।
শক্তি ফাউন্ডেশনের গাজীপুর রিজিওন হেড মোঃ হুমায়ুন কবির, নরসিংদী জেলা এরিয়া সুপারভাইজার মোঃ শাহ আলম, গাজীপুর রিজিয়ন অফিসার মোঃ তারিকুল আলম, ব্রাহ্মন্দী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাজা মিয়া, হিসাব রক্ষক মোঃ আতিকুল ইসলাম সিও ব্রাহ্মন্দী শাখার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিও মোহাম্মদ আনিসুর রহমান, সিও মোহাম্মদ রেজাউল করিম, সিও মোসাম্মৎ জোয়েনা আক্তার।
গাজীপুর রিজিয়ন হেড মোঃ হুমায়ুন কবির জানান আজ শনিবার শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে গাজীপুর রিজিওনে কালিগঞ্জ শাখায় ৫২ জন, জয়দেবপুর শাখায় ৪০ জন, মিরেরবাজার শাখায় ৪২ জন, বোর্ডবাজার শাখায় ১৮ জন, সালনা শাখায ২০ জন সহ সর্বমোট শক্তি ফাউন্ডেশন গাজীপুর রিজিয়নে ৬ টি শাখায় সর্বমোট ৩২২ জন সদস্যের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন । এ সামগ্রী বিতরণ অব্যাহত আছে থাকবে বলে তিনি জানান ।