নিজস্ব প্রতিবেদক/নরসিংদীর সংবাদ-
বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী শিবপুরে পালিত হয়েছে।২৩ জুন মঙ্গলবার আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে দলীয় পতাকা উত্তোলন ও শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিশেষ দোয়া ও করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সহ-সভাপতি আব্দুল হাই মাষ্টার, সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, বিপ্লব চক্রবী। যুগ্ন সাধারন সম্পাদক আঃ খালেক, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক খান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ প্রমূখ।
শিবপুরে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
