June 2, 2023, 6:01 am

শিবপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিনিধি-
নরসিংদীর শিবপুরে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ ফিরুজ শাহীনুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তার। এছাড়া সভায় শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, ডেন্টিষ্ট শেখ আফতাব উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় বিশ্বজুড়ে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে তাদের উপযুক্ত পরিচর্যা ও প্রশিক্ষিত করে তোলা একান্ত প্রয়াজন।

Leave a Reply

Your email address will not be published.