নিজস্ব প্রতিবেদক নরসিংদীর সংবাদ-:
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি ২০২০;
রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বেগমগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সোহেল আহমেদ, নরসিংদী জেলা শাখা বিএমএএফ এর উপদেষ্টা এ বি এম আজরাফ টিপু,বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নিলু , কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান (মোস্তাক),
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন , নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাবুল , মাধবদী থানা শাখার বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, সাংবাদিক নাজিম উদ্দিন প্রমুখ।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, বিএমএসএফ মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, নিউজ নরসিংদী টিভির চেয়ারম্যান আশিকুর রহমান, দৈনিক উত্তাপ পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান সোহাগ ও বিএমএসএফ সানজিদা আক্তার রুমা বি এমএসএফ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিএমএসএফ এর প্রতিবাদ সমাবেশ
