স্টাফ রিপোটারঃ শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দঃ সাধারচর গ্রামের কুখ্যাত মাদক কারবারি ইয়াবা সম্রাট কে গনধোলাই দিয়েছে এলাকার সচেতন মহল। গত সোমবার অনুমানিক ৮.৩০ মিনিটে ইউপি সদস্যর ছেলে নাদিম সরকারকে সংঘবদ্ধ ইয়াবা কারবারীরা প্রানে মেরে ফেলার চেস্টায় ব্যর্থ হয়েছে, যানাযায় দ: সাধারচর গ্রামের মৃত রাজু মিয়ার ২ ছেলে, কাউছার ও রাকিব, সজিব, সাইফুল ( নাতী) সহ ৫/৬ জন পুর্ব পরিকল্পিত ভাবে মেম্বারের ছেলে নাদিম কে রাজিবের মোটর সাইকেলে উঠায়, পরে দ: সাধারচর বাজারের পশ্চিম পাশে নির্জন স্হানে নিয়ে গেলে, নাদিমের উপর এলোপাথারী মারপিট শুরু হয়, পরে এক পথচারীর সহযোগিতায় নাদিম প্রানে বেচে যায়, এ ঘঠনা যানাযানী হলে এলাকাবাসি মাদক ব্যাবসায়ী কাউছারের বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়াল, চাপাতি ছুরি সহ দেশিয় অশ্র উদ্ধার করে, পরে শিবপুর মডেল থানা কে অবগত করলে ঘটনাস্তলে এস আই মিজান ও সঙ্গীয় ফোর্স নিয়ে পরিদর্শন করে, অশ্রগুলো থানায় নিয়ে যান, কাউছার দঃ সাধারচর গ্রামের ইয়াবা সম্রাট নামে পরিচিত। এলাকাবাসী জানান, কাউছা পুলিশের হাতে আটক হলে এলাকায় স্বস্তির সু -বাতাস বইত, তাকে এলাকার বাবা কাউছার বলে থাকে সকলে । কাউছারের নেশার ছোবলে বহু পরিবার আজ ধবংসের পথে পতিত । যুব সমাজ ধবংসের অগ্রপথিক কুখ্যাত বাবা কাউছারের দলের লোকেরা মাদক কারবারি ছাড়াও বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, লুট, অস্ত্র চোরাচালান মামলায় একাধিকবার বহু বছর জেল খেটেছে। জেলের গ্লাণি টানা যেন তাদের পান্তা ভাতে ঘি “মামা বাড়ির মোয়া”।কাউছার দঃ সাধারচর গ্রামে তার বাড়িতে বিভিন্ন এলাকার নারীদের দিয়ে দেহ ব্যবসার পসরা সাজিয়ে পতিতা পল্লী রঙ্গমহল গড়ে তুলেছে এবং তার ছোট ভাই রাকিব কে দিয়ে যাবতীয় মাদক পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে এবং দাপটের সাথে বসবাস করছে । দুর-দুরান্ত থেকে নেশাগ্রস্থরা তার বাড়িতে ভীড় জমায় সকাল- সন্ধ্যা নেশা খাওয়ার জন্য সুবিধাজনক আস্থানা বাবা কাউছারের বাড়ির সন্নিকটে তৈরী করেছে। পরে নামিম সরকার বাদি হয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন,
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মোল্লা আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের আমার কাছে ছাড় নেই প্রকৃত আসামীদের গ্রেফতার করে যথাযথ ব্যবস্তা গ্রহন করব।