November 29, 2023, 4:12 pm

নরসিংদীতে বেড়াতে এসে তরুণীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী শহরের ব্যাংক কলোনিতে এলাকায় সুরভী আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার বাসাবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় গতকাল শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসেন সুরভী নামে এই নারী। গতকাল শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে বাহাদুর মিয়া পলাতক। তিনি সুরভী আক্তারের দূর সম্পর্কের চাচা হন। সুরভী আক্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরভী আক্তার গতকাল শনিবার দুপুরে দূর সম্পর্কের চাচা বাহাদুর মিয়ার নরসিংদীর ব্যাংক কলোনির বাসায় বেড়াতে আসেন। আজ রোববার ভোরে বাহাদুর নিজেই সুরভীর পরিবারকে ফোন করে জানান সুরভী ফাঁস নিয়ে আত্মহত্যার করেছে । পরে স্বজনেরা খবর পেয়ে পুলিশের শরণাপন্ন হয়ে মরদেহ টি উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর পর থেকে বাড়ির মালিক ও সুরভীর দূর সম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন। ময়নাতদন্তের পর এটি জানা যাবে ‘হত্যা’ না ‘আত্মহত্যা ।

Leave a Reply

Your email address will not be published.