মোস্তাক আহমেদ, নরসিংদী –
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম পিপিএম কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিঊ।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমান ২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মোস্তাফিজুর রহমানের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে। তিনি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ।
এদিকে কাজী আশরাফুল আজীম পিপিএম ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৮ সালের ৭ জুন শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাঁকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়।
২০২১ সালে ২১ জানুয়ারি নরসিংদীতে কর্মস্থলে যোগ দেন কাজী আশরাফুল আজীম পিপিএম ।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম কে পুরস্কৃত করে বাংলাদেশ পুলিশ।
Design & Developed BY- KhanITHost.com
Leave a Reply