মোস্তাক আহমেদ, নিজস্ব প্রতিবেদক –
নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা থেকে গত ২১ এপ্রিল দিন দুপুরে রাস্তা থেকে সিএনজি যুগে এলাকার বখাটে নিয়াজ সহ কয়েকজন লোক মিলে তাকে অপহরণ করে অন্যত্র পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের বাবা সৈয়দ নাসির উদ্দিন (৫২) বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নরসিংদীতে অত্র মামলা দায়ের করে।
সূত্রঃ নারী ও শিশু সি.আর পিbটিশন মামলা নং-৭৭/ ২০২৩, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ ধারা।
অত্র মামলাটি নরসিংদী পিবিআই তদন্তভার করেন, পুলিশ সুপার, মোঃ এনায়েত হোসেন মান্নান এর দিক-নির্দেশনায় ও তত্ত্বাবধানে একদল চৌকস টিম ঢাকা, নড়াইলসহ বিভিন্ন স্থানে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
সর্বশেষ গত ০৭/০৬/২০২৩ ইং তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এসআই/সাইফুল ইসলাম, এসআই (নি:) মাহফুজুর রহমান , এসআই(নি:) আশরাফ আলী, এ এসআই ( নি:) হিমাংশু কুমার রায়, কং রাজিব ও নারী কং শিউলি আক্তারগনের একটি চৌকস টিম রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন কাজলা ( তালাইমারী মোর) এর তন্দুরী চা দোকানের সামনে থেকে ভিকটিম শারমীন আক্তার (ছদ্মনাম) (১৩) কে উদ্ধার করা হয় ।
ভিকটিম শারমীন আক্তার (ছদ্মনাম) (১৩) জানায় গত ২১/০৪/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় নরসিংদী জেলার পলাশ থানাধীন পাইকসা সাকিনস্থ বাদীর নিজ ভাড়া বাড়ির গেটের সামনের রাস্তা থেকে বিবাদী নিয়াজসহ বিবাদীগন জোর পূর্বক অপহরন করে সিএনজি নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জ্ন্য নরসিংদী সদর হাসপাতালে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২২ ধারা জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Design & Developed BY- KhanITHost.com
Leave a Reply