December 1, 2023, 7:35 pm

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি ২৯ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির ২৯ তম শুভ জন্মদিন উপলক্ষে আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড ঝাউলাহাটি এলাকায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির অফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি এম এ রব রনি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ মোশাররফ হোসেন খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিইউজের) সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু,।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আজার আলী, যুগ্মসাধারণ সম্পাদক সাইম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান বাদল, সহ-সাংগঠনিক মমিনুল হক মুকুল, দপ্তর সম্পাদক মাওলানা আলাউদ্দিন, সদস্য, আবুল কালাম আজাদ, মোঃ কাউসার, মোঃ ফারুক আহমেদ, আনোয়ার জি ও প্রমুখ।

আলোচনায় সভায় বক্তাগণ বলেন, সাংবাদিকদের অধিকার আদায় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার জন্য সাংবাদিক সমাজের পতি আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published.