নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০এপ্রিল) ডিসি রোড উপজেলা মোড়ে রেডিয়েন্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএমএসএফ নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, নরসিংদী জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. এহতেশামুল হক, ব্যারিস্টার আলহাজ্ব আদনান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সফি, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ। মনোহরদী প্রেসক্লাবের রাকিব হাসান, বিএমএসএফ মাধবদী শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক, মোহনা টেলিভিশনের মাধবদী প্রতিনিধি রেজাউল করিম। দৈনিক অধিকার পত্রিকার স্টাফ রিপোর্টার একে এম নাসিম আজাদ।
প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু। এছাড়াও শিবপুর, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিগণ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY- KhanITHost.com
Leave a Reply