নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের ইতিহাসে এই ভয়াবহ আগুন বলা যায়।আগুনে ৪হাজার দোকান পুরেছে, এতো মানুষের রোজগারের জায়গা নিমিষেই শেষ হয়ে গেছে।কিভাবে জীবন যাপন করবে হাজার হাজার পরিবার।এই ভয়বহ আগুন ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণের কাজ করেছেন ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট।পাশাপাশি কাজ করছেন বিমান,নৌ,আনছার,পুলিশ,র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও যোগ দেন।আল্লাহ সকল দোকান মালিকগণকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন। বঙ্গবাজারের চার মার্কেটে এই ভয়াবহ আগুন লেগেছে। এই চারটি মার্কেটে ৪হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানান।নানা রকম কাপড় থাকার কারণে আগুনের তিব্রতা বেড়ে যায়।বঙ্গবাজার মার্কেট ছাড়াও উল্টেপাাশে থাকা একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে পানির সংকট হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিয়েছেন ফায়ার সার্ভিস।আশপাশের বৈদ্যতিক লাইন বন্ধ রাখা হয়েছে।এই ভয়াবহ আগুনের উৎস এখনো জানা যাইনি। বঙ্গবাজারের আগুন এখন নিয়ন্ত্রণে।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুন বলা যায়,আগুনে ৪হাজার দোকান পুরে ছাই হয়ে গিয়েছে গিয়েছে, এতো মানুষের রোজগারের জায়গা নিমিষেই শেষ হয়ে গেছে,কিভাবে জীবন যাপন করবে হাজার হাজার পরিবার,এই ভয়বহ আগুন ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণের কাজ করেছেন ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট।পাশাপাশি কাজ করছেন বাংলাদেশ বিমান বাহিনী,নৌ বাহিনী,আনছার,পুলিশ,র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও যোগ দেন। রাজধানীর বঙ্গবাজারের চার মার্কেটে প্রায় ৪হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানান। নানা রকম কাপড় থাকার কারণে আগুনের তিব্রতা বেড়ে যায়,বঙ্গবাজার মার্কেট ছাড়াও উল্টেপাাশে থাকা একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে, এদিকে ঈদ কে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে লাখ লাখ টাকার মাল মজুদ করে রেখেছিলেন, দোকান খোলার কারণে কয়েক ব্যবসায়ীরা জ্ঞান হারিয়ে ফেলেন। এখনো জানা যায়নি কত কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। এদিকে পানির সংকট হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিয়েছেন ফায়ার সার্ভিসের ইউনিট দলগুলো । এদিকে আশপাশের বৈদ্যতিক লাইন বন্ধ রাখা হয়েছে,এই ভয়াবহ আগুনের উৎস এখনো জানা যাইনি। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে দেশের সকল কর্মস্থলের লোকজন এগিয়ে এসেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Design & Developed BY- KhanITHost.com
Leave a Reply