November 27, 2023, 11:35 pm

শিবপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ঝুনু বেগমের যাবজ্জীবন কারাদণ্ড

 

মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক–

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সেই সাথে আরো ২০ বিশ হাজার টাকা এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

 

মঙ্গলবার ( ৬ জুন) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।

 

সাজাপ্রাপ্ত ঝুনু বেগম নিহত মোফাজ্জল হোসেনের স্ত্রী। সে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।

 

আদালত সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা নিহত মোফাজ্জল হোসেনের সাথে অভিযুক্ত সাজাপ্রাপ্ত ঝুনু বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

 

সাজাপ্রাপ্ত ঝুনু বেগম আধুরী অ্যাপারেল গার্মেন্টসে চাকরি করতো। চাকুরির বিষয়টা ঝুনুর স্বামী মোফাজ্জল পছন্দ করতো না। এই নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে ২০২২ সালের ২১ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঝুনু বেগম শাবল দিয়ে তার স্বামী মোফাজ্জলের মাথায় আঘাত করে।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের ভাই আলী হোসেন বাদি হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে ঝুনু বেগম হত্যার দায় স্বীকার করেন। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় প্রদান করেন।

 

বাদীপক্ষের আইনজীবী ছিলেন এড. খন্দকার হালিম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন আরিফুল ইসলাম।

 

নিহত মোফাজ্জল হোসেনের ভাই ও মামলার বাদী আলী হোসেন বলেন, আমরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। আমরা আশা করেছিলাম ঝুনু বেগমের ফাঁসি হবে। সরকারের কাছে আমাদের দাবী এই ধরনের অপরাধ ও খুন খারাবি বন্ধে ঝুনু বেগমের ফাঁসি দেয়া হোক। যাতে করে আর কেউ যাতে খুনের শিকার না হয়।

 

বাদীপক্ষের আইনজীবী এড. খন্দকার হালিম বলেন, মাত্র ১০ মাসে এই হত্যার বিচার কার্যক্রম শেষ হয়েছে। ১৪ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক অভিযুক্ত ঝুনু বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড সহ অর্থ প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published.