May 30, 2023, 4:15 am

শিবপুর সাধারচরে একজনকে কুপিয়ে রক্তাক্ত যখম

 

স্টাফ রিপোর্টার :রাশিদা আক্তার

নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধার চর এলাকা সুজন সরকার নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে । ২০ মে শনিবার দুপুরে। আহতের পরিবারের লোকজন জানায়,  দুপুর আনুমানিক ১টার সময় দুই বাচ্চার ঝগড়ার আওয়াজ শুনে সুজন সরকার এগিয়ে গিয়ে তাদের ঝগড়া থামিয়ে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর সুজন সরকারের চাচা হোসেন সরকার, ছেলে শাহিন, হোসেন সরকারের স্ত্রী সুরিয়া দলবলে সুজন সরকারের বাড়িতে এসে সুজন এর উপর অতর্কিত হামলা চালিয়ে বেদড়ক মারপিট ও দা দিয়ে মাথায় আঘাত করে। এসময় সুজন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শিবপুর ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ন্যায় বিচার পাওয়ার আশায় শিবপুর মডেল থানায় সুজনের বোন মোসাঃ মোকারিমা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। আহত সুজন সরকার (৩০) শিবপুর থানার দক্ষিণ সাধারচর গ্রামের মৃত আবু কালাম সরকার এর ছেলে।

Leave a Reply

Your email address will not be published.